reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৮

বিইউপিতে কর্মশালা

মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) কর্তৃক আয়োজিত Accreditation in Higher Education: Importance and Challenges’ শীর্ষক কর্মশালা বিইউপির সেন্ট্রাল কনফারেন্স রুমে ২৮ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। ওই কর্মশালায় প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম মাহবুব রহমান, প্রফেসর এবং ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। এ ছাড়া অফিস অব দ্য ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের (ওইএফসিডি) ডিন এবং আইকিউএসির ডিরেক্টর কমডোর সৈয়দ সালাউদ্দিন আহমেদ (এস) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সহকারী অধ্যাপক ড. কাজী কে শহীদুল্লাহ কর্মশালাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close