জবি প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

বৃত্তি পাচ্ছেন জবির ৯৭২ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ৯৭২ শিক্ষার্থী পাবেন অবৈতনিক বৃত্তি। গতকাল মঙ্গলবার ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর উপাচার্যের সভাপতিত্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃত্তি দেওয়া-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভন্ন শিক্ষাবর্ষের বা সেমিস্টারের আবেদন করা ১ হাজার ২০০ শিক্ষার্থীর আবেদন যাচাই-বাছাই করে ৯৭২ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নসহ বার্ষিক ৪ হাজার ৮০০ টাকা হারে এক বছরের জন্য এ বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। উল্লেখ্য, ৯ অক্টোবর ২০১৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করা হয়েছিল এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৩ জনকে এ বৃত্তি দেওয়া হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close