reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০১৮

প্রিমিয়ার ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ‘বিপি ক্যাজুয়েল সিজন থ্রি ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ নভেম্বর শনিবার বিকেল ৪টায় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর জুলিয়া পারভীনের সভাপতিত্বে ও সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস ও সাইফুদ্দিন মুন্না।

‘বিপি ক্যাজুয়েল সিজন থ্রি ২০১৮’ প্রতিযোগিতার সূচনা হয় ২৩ নভেম্বর। প্রতিযোগিতায় সারা দেশের ২৮টি বিতর্ক দল শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়াইয়ে শামিল হয়। দুটি ক্যাটাগরিতে দলগুলো অংশগ্রহণ করে। নোভাইস গ্রুপে বিজয়ী দল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও রানার আপ দল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওপেন ক্যাটাগরিতে বিজয়ী হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close