reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০১৮

নর্দান বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নর্দান বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ ২৩ নভেম্বর শুক্রবার নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দানের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের প্রোগ্রাম ডিরেক্টর ড. জিনাত সুলতানা এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিসিসিপির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ড. নজরুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীকে সময়নিষ্ঠ ও অধ্যবসয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে সফল হতে গেলে তোমাকে শুরুতেই একটি পরিকল্পনা আঁকতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য সদা সচেষ্ট থাকতে হবে।

বিভাগীয় প্রধান প্রফেসর ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকদ, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close