reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০১৮

অ্যাডওয়ার্ড কলেজে বিএনসিসির ব্যান্ড প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, মহাস্থান রেজিমেন্টের নির্দেশনা মোতাবেক ৩৫ বিএনসিসি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে সম্প্রতি ব্যান্ড প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার।

ব্যান্ড প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহীম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. এ কে এম শওকত আলী খান ও ইতিহাস বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান। ব্যান্ড প্রশিক্ষণ কর্মসূচির সভাপতির দায়িত্ব পালন করেন কোম্পানি কমান্ডার লে. মো. আনিছুর রহমান, বিএনসিসি, ৩৫ বিএনসিসি ইউনিট সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। উক্ত ব্যান্ড প্রশিক্ষণে সরকারি অ্যাডওয়ার্ড কলেজের প্লাটুন কমান্ডার পিইউও আশরাফুন নাহার, প্লাটুন কমান্ডার পিইউও মোহা. আবু সুফিয়ান সিদ্দীক, প্লাটুন কমান্ডার পিইউও মো. জিয়াউর রহমান, সরকারি শহীদ বুলবুল কলেজের প্লাটুন কমান্ডার পিইউও মো. আবদুর রাজ্জাক, পাবনা সরকারি কলেজের প্লাটুন কমান্ডার পিইউও মো. ইসলাম আলী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ৪টি প্রতিষ্ঠানের ৩২ জন ক্যাডেট অংশ গ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে ব্যান্ড প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পাবনা সদর থানার চৌকষ এএসআই মো. নাসির উদ্দীন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close