reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০১৮

ইউআইইউতে জাতীয় মানবসম্পদ কনভেনশন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভাার্সিটি (ইউআইইউ) এ দেশে প্রথমবারের মতো ২৪ নভেম্বর শনিবার জাতীয় মানবস¤পদ কনভেনশন ২০১৮ অনুষ্ঠিত হয়। দেশের মানবসম্পদ সংগঠনগুলোর সমন্বয়ে এই কনভেনশনের মূল বক্তব্য ছিল সাসটেইনেবল ডেভেলপমেন্টে মানবসম্পদের ভূমিকা এবং ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে এই কনভেনশনের সমাপ্তি ঘটে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ফরিদুর রহমান খান তার বক্তব্যে দেশের মানবসম্পদ উন্নয়নে ইউনাইটেড গ্রুপের আন্তরিক নিরলস প্রয়াস তুলে ধরেন। তিনি বলেন, দেশের অবস্থানের মানোন্নয়নে দেশের মানবসম্পদের গুণগত মর্যাদার ক্রমোন্নতির লক্ষ্যে ইউনাইটেড গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। একাধারে ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, কনভেশনে আগত সব মানবসম্পদ ব্যবস্থাপক ও কর্মীদের দিনব্যাপী এই মানব উন্নয়ন কর্মকা-ে অংশগ্রহণের জন্য সাধুবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close