reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০১৮

আইইউবিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করল ইংরেজি মাধ্যম স্কুল একাডেমিয়া। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরীক্ষায় ভালো ফলাফলের অধিকারী ২৫৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় সদন ও ক্রেস্ট। ২২ নভেম্বর বৃহস্পতিবার এই আয়োজনে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। ২০১৮ সালে বিশ্বব্যাপী এডেক্সেল কারিক্যুলামে অনুষ্ঠিত হওয়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এ বছর বাংলাদেশের একাডেমিয়া স্কুলের মোট ২৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ‘ও’ লেভেল থেকে ২১১ জন এবং ‘এ’ লেভেল থেকে ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানে উপাচার্য ওমর রহমান, শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া শিখে সুনাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবেও তৈরি হতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে তরুণ শিক্ষার্থীদের তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। এ জন্য ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, এডেক্সেলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমান, এডেক্সেলের ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন, একাডেমিয়া স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ড. এম মাহবুবুল হক, ভাইস প্রিন্সিপাল রওনক আলমগীর, চেয়ারপারসন সারওয়াত জেব ও ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা আইইউবির ক্যাম্পাস পরিদর্শন করে। এ ছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close