reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০১৮

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা

‘কুমিল্লার তিতাসে মাদক ও ইভটিজিং প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (এসফা) উদ্যোগে ২৪ নভেম্বর শনিবার দুপুর ১২টায় উপজেলার জিয়িয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিজয়ী ১৫ শিক্ষার্থীর হাতে ক্রেস ও বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আ. রহমান শাকিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার। প্রধান বক্তা ছিলেন তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জিনিয়ার ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজিরুল ইসলাম মামুন, তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক। এতে বক্তব্য দেন সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক আরিফুল ইসলাম, সহ-দফতর সম্পাদক ফরহাদ খান ও সহ-প্রচার সম্পাদক শাকিব খান শুভ। এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়িয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক ওরম আলী, তপন চন্দ্র সূত্রধর, মাজারুল ইসলাম, সালাউদ্দিন বাবু, ওমর ফারুক সরকার, সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) ইভা আক্তার, মনি আক্তার, ফারজানা আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close