reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৮

ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ১০৭ শিক্ষার্থী

সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ১০৭ কৃতী শিক্ষার্থীকে ‘দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ জন সিলভার অ্যাওয়ার্ড এবং ৭৭ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২২ নভেম্বর বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্র্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক বিশেষ অতিথির বক্তব্য দেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক মিজানুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close