আবীর বসাক, বিটেক

  ২৮ নভেম্বর, ২০১৮

বিটেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার সকালে বিটেকের নিজস্ব ক্যাম্পাসে নির্বিঘœ পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিটেকের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ, বস্ত্র অধিদফতরের ডেপুটি ডিরেক্টর আবদুস সালাম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক ড. আলিমুজ্জামান বেলাল, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ পরীক্ষা হল পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিকস যন্ত্র ব্যবহারে ছিল কড়াকড়ি ব্যবস্থা। এমসিকিউ পদ্ধতিতে এবারের ভর্তিযুদ্ধে চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৭৯৮ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ৭০৮ জন। পরীক্ষার ফল ২৭ নভেম্বরের মধ্যে নোটিস বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.btec.gov.bd) ও বস্ত্র অধিদফতরের ওয়েবসাইটে (www.dot.gov.bd) প্রকাশ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close