reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৮

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচিতে ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১৭ নভেম্বর শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর ভাসানীর পরিবারবর্গের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে একটি র‌্যালি বের হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসস্থ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাসানীর মাজার প্রাঙ্গণ এলাকায় শিন্নি বিতরণ করা হয় এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে ‘মওলানা ভাসানীর রাজনীতি ও তার ব্যক্তি-জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close