reporterঅনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর, ২০১৮

অবহেলিত বৃদ্ধ বাবা-মায়ের জন্য শীতবস্ত্র বিতরণ

আমরা আছি, তোমরা আছো তো! চলুন বদলাই! আমরা শুরু করলে ফলো করবে সবাই! Lets Change the world Together। সমাজের ইতিবাচক পরিবর্তন নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সমাজকে নিয়ে ভাবি, সমাজের মানুষকে নিয়ে ভাবি। এবার পরীক্ষা শেষ হতে না হতেই এমনিভাবেই একপর্যায়ে আমাদের মাথায় আসে সমাজের অবহেলিত বৃদ্ধ বাবা-মায়ের কথা, খুব করে জানতে ইচ্ছা করে তারা কেন আজ অবহেলিত। এ প্রত্যয়কে মাথায় রেখে গত পরশু বেরিয়ে পড়ি আমাদের ক্লাবের সদস্যরা মিলে ঢাকার পাশের কামরাঙ্গীরচর এলাকায় এবং বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খুঁজে বের করি এমন কিছু বাবা-মাকে যারা তাদের সন্তানদের থেকে অবহেলিত। এ রকম ৩০ পরিবারের সঙ্গে কথা বলার পর আমরা তাদের একটি লিস্ট তৈরি করি। আমরা চিন্তা করি, কী করে তাদের একটি সুন্দর হাসিমাখা মুখ উপহার দেওয়া যায়। এ জন্য ২০ নভেম্বর মঙ্গলবার আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদার ক্লাব এবং S.T.O.P ফাউন্ডেশনের সহযোগিতায় তাদের জন্য আয়োজন করি শীতবস্ত্র বিতরণ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নামক একটি কর্মসূচি। সেখানে তাদের সবার সঙ্গে আমরা কথা বলি এবং তাদের প্রয়োজন ও অপূরণতাগুলো জানার চেষ্টা করি। তাদের অধিকাংশেরই অভিযোগ, বৃদ্ধ হয়েছে দেখে সন্তানরা তাদের বোঝা মনে করে। ওইদিন তারা আমাদের পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। শীতের কথা চিন্তা করে আমরা তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি, তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করি এবং সবশেষে তাদের নিয়ে দুপুরে একসঙ্গে খাবারের ব্যবস্থাও করি। আমাদের কার্যক্রম শুধু এতটুকুতেই থেমে থাকবে না, আশাকরি পরেও তাদের সঙ্গে যোগাযোগ রাখব এবং তাদের পাশে থাকার চেষ্টা করব। চলুন বদলাই! আমরা শুরু করলে ফলো করবে সবাই! সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close