reporterঅনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর, ২০১৮

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮

‘উদ্যোক্তা মানসিকতা ও উদ্যোক্তা বৃত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮-এর সমাপনী দিবসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ ও রাওয়ার (রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) এন্ট্রাপ্রেনার্স ফোরামের যৌথ আয়োজনে ‘উদ্যোক্তা মানসিকতা ও উদ্যোক্তা বৃত্তি’ শীর্ষক সেমিনার ১৮ নভেম্বর রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজার) সাবেক সদস্য ও ইনভেস্টরস সার্ভিসেস কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের (বিভিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান ও রাওয়া সদস্য লেফটেন্যান্ট শহিদ জামান। উদ্যোক্তাবিষয়ক আলোচনায় এ জেড এম আজিজুর রহমান বলেন, উদ্যোক্তা হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট বয়স নেই। যেকোনো সময়, যেকোনো বয়সে উদ্যোক্তা হওয়া যায়। এ জন্য প্রয়োজন ঝুঁকি নেওয়ার সাহস। ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না। এ জেড এম আজিজুর রহমান অরো বলেন, বাংলাদেশের দ্রুত উন্নয়ন হচ্ছে। বিভিন্ন পণ্য বিদেশে রফতানি করে আমরা এখন ৩৭ বিলিয়ন ডলার আয় করছি। সুতরাং ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার এখনই উপযুক্ত সময়। গোলাম মনোয়ার কামাল তার বক্তব্যে বলেন, যেকোনো ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে গেলে পুঁজি দরকার হয়। আগে ব্যবসার পুঁজি সংগ্রহ করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তরুণ উদ্যোক্তারা পুঁজি সংগ্রহ করতে পারতেন না। এখন সেই অবস্থা নেই। পুঁজি সংগ্রহ করা অনেক সহজ হয়ে গেছে। বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের (বিভিসিএল) মতো অনেক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান এখন সহজ শর্তে তরুণদের ঋণ দেয়। সুতরাং ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা এখন কঠিন কিছু নয়।

আলোচনাকালে সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, রাওয়ার সদস্যদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, তারা সুনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, সুনির্দিষ্ট চিন্তা করতে পারেন, লক্ষ্যে অবিচল থাকতে পারেন এবং অক্লান্ত পরিশ্রম করতে পারেন। তারা যেহেতু সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তাই তারা প্রশিক্ষণের মাধ্যমে এসব গুণ অর্জন করেছেন। আর একজন উদ্যোক্তার এসব গুণ থাকা খুবই জরুরি। যার মধ্যে এসব গুণ রয়েছে, তিনি উদ্যোক্তা হিসেবে সফল হবেনই, এ কথা নিশ্চতভাবেই বলা যায়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close