reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৮

তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রাবি শিক্ষার্থীর রৌপ্যপদক অর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেস্টিভ্যাল ২০১৮’-তে অংশগ্রহণ করে রৌপ্যপদক অর্জন করেছে। ৭ নভেম্বর বুধবার কোরিয়ার মুজুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্যপদক অর্জন করে বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। এর আগে গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাই এয়ারলাইনসের বিমানে দুই সদস্যের প্রতিনিধিদল কোরিয়ায় যায়। প্রতিনিধিদলের সদস্য খেলোয়াড় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদওয়ান তাসকিন (রাবি) এবং কোচ শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও রাজশাহী তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল। প্রতিযোগিতায় পুমসে এবং +৬৮ কেজি ওজন শ্রেণিতে তাসকিন লড়েন। তায়কোয়ান্দো প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা ৪ থেকে ৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close