reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৮

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং-২০১৯ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। ১২ নভেম্বর সোমবার সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া। নয় দিনব্যাপী এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মেলা উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম কোরবান আলী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন প্রফেসর হেমায়েত হোসাইন খান, স্কুল অব বিজিনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর মো. হারুন-অর-রশিদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিস বিভাগের প্রধান প্রফেসর ড. এম জাহানগীর কবির, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগীস সুলতানা চৌধুরী, অ্যাডিশনাল ডিরেক্টর (অ্যাডমিশন) মো. আবদুল কাদের, আইন বিভাগের প্রধান জিয়াউর রহমান মুন্সী, ইইই বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ ইসলাম, ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনিশন আবদুল লতিফ, ডিবিএর সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম, মো. কামরুজ্জামান, ডেপুটি ডিরেক্টর পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স আবদুল মতিন প্রমুখ। মেলা উপলক্ষে বিবিএ, ইংরেজি, সিএসই, ফার্মেসি বিষয়ে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এসব বিষয়ে এসএসএসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফির ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফিতে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরিব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ইইই (ডে ও সান্ধ্যকালীন), সিএসই (সান্ধ্যকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস, এমবিএ এবং এমএ ইন ইংলিশ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় চার বছরের জন্য নির্ধারিত ন্যূনতম টিউশন ফি-তে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্রছাত্রীরা। ভর্তি মেলা একযোগে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও গুলশান ভর্তি অফিসে চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ০১৮১৯২৪৫৮৯৫, ০১৭৮০৩৬৪৪১৪ ও ০১৭৮০৩৬৪৪১৫ নম্বরে যোগাযোগ করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close