reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০১৮

চবিতে ‘এনুয়াল পারফরম্যান্স ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মধ্যে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিষয়ে ‘এনুয়াল পারফরমেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক এক কর্মশালা গতকাল বুধবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপত্বি করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ইউজিসি’র সচিব ড. মো. খালিদ, ইউজিসি’র পরিচালক ড. মো. ফকরুল ইসলাম এবং ইউজিসি’র অর্থ ও হিসাব শাখার পরিচালক জনাব রেজাউল করিম হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। ইউজিসি’র চেয়ারম্যান তাঁর ভাষণে ওয়ার্কশপে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, তরুণ সমাজ আমাদের সবচেয়ে বড় সম্পদ। এ অমূল্য মানব সম্পদকে শক্তিতে রূপান্তর করার লক্ষ্যে আধুনিক বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পরিচালিত সরকার সর্বোচ্চ আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত রেখেছেন।

কর্মশালার টেকনিক্যাল সেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ কমরুল হুদা, কেবিনেট ডিভিশনের উপ সচিব জনাব মো. কামরুল হাসান, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ডিভিশনের সিনিয়র সহকারী সচিব জনাব মো. ফজলুর রহমান এবং ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) জনাব মো. ফরহাদ হোসেন খান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close