reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৮

কুয়েটে বিশ্ব বসতি দিবস পালিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি), খুলনা চ্যাপ্টারের সহযোগিতায় ‘বিশ্ব বসতি দিবস ২০১৮’ (ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে) পালিত হয়েছে। ‘মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রতিপাদ্যে দিবসটি পালন উপলক্ষে ১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নিউ একাডেমিক ভবনের ডি-ব্লকের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে ইউআরপি বিভাগের সেমিনার কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। এ ছাড়া বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিভাগের বিভাগীয় প্রধান মো. ইকরামুল হক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আতাউর রহমান, শিক্ষার্থীদের মধ্যে ফারজানা কনিকা এবং তন্ময় মজুমদার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। স্বাগত বক্তৃতা করেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক মো. এস্রাজ-উল-জান্নাত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন খুলনা সিটি : চ্যালেঞ্জেস অ্যান্ড হোপস’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক ও বিআইপি-খুলনা চ্যাপ্টারের সম্পাদক তুষার কান্তি রায়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close