reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৮

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০১৯

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে ২ নভেম্বর শুক্রবার নবম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০১৯ (ঢাকা দক্ষিণ অঞ্চল) অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, প্রশিক্ষক অধ্যাপক ড. আরশাদ মোমেন ও এসইইউর শিক্ষক-কর্মকর্তারা। নিবন্ধিত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে এবং এসইউ ক্যাম্পাস ঘুরে দেখে। পরে প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close