reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৮

চবির সঙ্গে আইআইইউএমের সমঝোতা চুক্তি সম্পাদিত

উচ্চশিক্ষা-গবেষণা, ছাত্র-শিক্ষক ও স্টাফ বিনিময় বিষয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তিতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পক্ষে এ বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং মালয়েশিয়ার ওই বিশ^বিদ্যালয়ের পক্ষে বিশ^বিদ্যালয়ের রেক্টর প্রফেসর দাতো ড. যালেহা কামারুদ্দীন

স্বাক্ষর করেন। ৩১ অক্টোবর বুধবার ১০টায় এ সমঝোতা চুক্তির কপি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার পাবলিক পলিসি অ্যান্ড গভার্নেন্স প্রফেসর ড. এস এম আবদুল কুদ্দুস। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উপাচার্য ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষেণা উন্নয়ন বিষয়ে এ সমঝোতা চুক্তিকে আন্তরিক স্বাগত জানান। তিনি বলেন, এ চুক্তির আলোকে উভয় বিশ^বিদ্যালয়ের জ্ঞান-গবেষণা, জ্ঞান বিতরণ এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। এ চুক্তির ফলে উভয় বিশ^বিদ্যালয়ে যৌথ উদ্যোগে সেমিনার-সিম্পুজিয়াম, ট্রেনিং ওয়ার্কশপ আয়োজনসহ শিক্ষক-গবেষক ছাড়াও প্রতি বছর কমপক্ষে ১০ জন শিক্ষার্থী এবং দুজন স্টাফ উভয় বিশ^বিদ্যালয়ে প্রশিক্ষণ গ্রহণে সুযোগ পাবেন। এ ছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ ডিসিপ্লিনে ফ্রি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে। এটি শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফদের নিজেদের সক্ষমতা বৃদ্ধিকল্পে একটি সুবর্ণ সুযোগ। এ চুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে উভয় বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্টাফরা নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিক হবেন উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close