reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৮

সময় বাড়ল কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির নিবন্ধনের

দেশের প্রাচীন বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯০ বর্ষপূর্তিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, ১৫ নভেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম।

উদ্যাপন কমিটির আহ্বায়ক রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, ১৯০ বর্ষপূর্তির রেজিস্ট্রেশন করা কলেজিয়েটিয়ানের সংখ্যা ইতোমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে। তবে এখনো অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি। ‘তাদের কথা বিবেচনায় নিয়ে ও বর্ষপূর্তির মিলনমেলায় যোগ দেওয়ার সুযোগ করে দিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর আগে ৩১ অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওইদিন এক সভায় সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশনের জন্য আরো ১৫ দিন বাড়ানোর।

এদিকে শুক্রবার ছাড়া অন্যান্য দিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থিত উদ্যাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য অনলাইন (িি.িৎপং.বফঁ.নফ/১৯০) কার্যক্রমও খোলা থাকছে।

উল্লেখ্য, ডিসেম্বরে বিদ্যালয়ের ১৯০ বর্ষপূর্তির মূল অনুষ্ঠান হবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close