reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৮

সিইউ ডিবেট ফেস্ট ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য

সত্য অনুসন্ধান ও ন্যায় প্রতিষ্ঠা বিতর্কের অন্যতম লক্ষ্য

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সত্য অনুসন্ধান ও ন্যায় প্রতিষ্ঠা বিতর্কের অন্যতম লক্ষ্য। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মননকে শানিত করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাঙ্খিত ভূমিকা রাখে। ৯ নভেম্বর ২০১৮ তারিখ চবি এ কে খান আইন অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত দুদিনব্যাপী (৯-১০ নভেম্বর) ‘সিইউ ডিবেট ফেস্ট ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চবি আইন অনুষদের ডিন ও সিইউডিএসের সহযোগী মডারেটর প্রফেসর এ বি এম আবু নোমান। উপাচার্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সিইউডিএস আয়োজিত ডিবেট ফেস্ট আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের তরুণ-মেধাবী শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার যথার্থ বিকাশে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ একান্ত অপরিহার্য। শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে থাকে এবং যুক্তির মাধ্যমে তা সাবলীল ভাষায় উপস্থাপনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখে। যথার্থ অর্থেই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে অপরিহার্য অনুষঙ্গ। উপাচার্য যুক্তিনির্ভর সমাজ আন্দোলন হিসেবে সিইউডিএসের বিগত ২২ বছরের বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের বিতর্ক সক্ষমতা বাড়াতে নিয়মিত অনুশীলনের আহ্বান জানান। উপাচার্য আজকের এ প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং কেক কেটে সিইউডিএসের ২৩তম বছরে পদার্পণ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। সিইউডিএসের যুগ্ম সম্পাদক রকিবুল হাসান শান্ত-এর উপস্থাপনায় অনুষ্ঠানে সিইউডিএসের সভাপতি মো. আবু ফয়সাল এবং সাধারণ সম্পাদক ইনজামামুল হোসেনসহ সিইউডিএসের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ইংরেজি বিতর্ক অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় এবং কলেজসমূহের ৩৬ দল অংশগ্রহণ করছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close