reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে ফ্রান্সের অধ্যাপকের সাক্ষাৎ

ফ্রান্সের রাজধানী প্যারিসের রসায়ন গবেষণা ইনস্টিটিউটের (আইআরসিপি) অধ্যাপক ড. বুবাকার দিওয়ারা ১ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের দুই খ্যাতিমান গবেষক ড. মং সানো মারমা এবং ড. মাজহারুল এম ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত থিওরেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের উন্নয়নে ফ্রান্সের অধ্যাপকের সহযোগিতা চান। ফ্রান্সের অধ্যাপক এ বিষয়ে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close