reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০১৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

৩ নভেম্বর গত শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী, সহকারী প্রক্টর ড. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক শিবলী মাহমুদ, পাবলিক রিলেশন অফিসার রওশন আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক বরুণ চন্দ্র, আরিফুল ইসলাম, শারমীন সুলতানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেল হত্যার প্রায় ২৯ বছর পর এর বিচারকার্য শুরু হলো। ২০০৪ সালের ২০ অক্টোবর বিচারের রায়ে তিনজন পলাতক সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদ-, ১২ জন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদ-ের নির্দেশ দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close