reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০১৮

ইবিতে ‘ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ৩০ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর ট্রেনিং রুমে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির স্টাফদের নিয়ে দুই দিনব্যাপী ওয়ার্কশপ অন ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড সার্ভিসেস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের থেকেও গুরুত্বপূর্ণ কারণ একটি বিশ্ববিদ্যালয় হলো লাইব্রেরির চারপাশে পরিবেষ্ঠিত কিছু ভবন। সুতরাং এতে করে বোঝা যায় লাইব্রেরির গুরুত্ব। তিনি আরো বলেন , লাইব্রেরি হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি যেখানে মানবসৃষ্ট ধৃত জ্ঞান সুপ্ত রয়েছে লাইব্রেরির মধ্যে। তিনি কর্মশালায় উপস্থিত সবাইকে একুশ শতকের উপযোগী করে গড়ে তুলবার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে বর্তমানে উচ্চশিক্ষার বিপ্লব ঘটেছে। তিনি আরো বলেন, প্রতিদিন নতুন নতুন জ্ঞানের সৃষ্টি, পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ সব বিষয়ে বিশ্ববিদ্যালয় আজ ঘুরে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিটি UDL-এর সদস্য পদ লাভ করেছে এবং লাইব্রেরিতে ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, শুধু লাইব্রেরিকে ডিজিটাল করলে হবে না এখানে কর্মরত সকলকে ডিজিটাল হতে হবে লাইব্রেরিতে আসা সকল ছাত্রছাত্রী, শিক্ষক ও সেবাপ্রার্থীদের সেবা দেওয়ার জন্য। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে বিশ্বমানের সেবাদানের জন্য সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যা্েচ্ছ এই জন্য নিজের থেকে আগে চেষ্টা করতে হবে পরিবর্তনের জন্য। তিনি বলেন, আপনার প্রযুক্তিগত দিক থেকে সমৃদ্ধ হলে বিশ্ববিদ্যালয় তথা দেশ সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, নিজেকে আগে ডিজিটাল করতে হবে ডিজিটাল লাইব্রেরি গড়ে তুলবার জন্য। কর্মশালায় রিসোর্স পারসনের বক্তব্য রাখেন চিটাগাং ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. হাবিবুর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক(ভার.) মু আতাউর রহমানসহ লাইব্রেরির সবস্তরের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close