reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৮

চুয়েটে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডা এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুজ্জামান খান কর্তৃক প্রদত্ত চুয়েটে বিভিন্ন লেভেলে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চুয়েটের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুজ্জামান খান কর্তৃক ২০ জন এবং কানাডা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক ১০ জন মোট ৩০ জন ছাত্রছাত্রীকে এককালীন বৃত্তির চেক প্রদান করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বৃত্তি প্রদান অনুষ্ঠানে বলেন, চুয়েটে অধ্যয়নরত বিভিন্ন মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের সহযোগিতার লক্ষ্যে প্রতি বছর চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডা এবং প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুজ্জামান খান যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের প্রয়াসকে সাধুবাদ জানাই। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়েও অ্যালামানাই অ্যাসোসিয়েশনের অবদান অনস্বীকার্য। আমরা আশা করব চুয়েটের অ্যালামনাইগুলো ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা অব্যাহত রাখবে। বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে চুয়েট ভিসি বলেন, আমরা চাই অ্যালামনাইদের এই সহযোগিতাকে কাজে লাগিয়ে তারা মেধার স্বাক্ষর রেখে পড়াশোনা সম্পন্ন করুক। একই সঙ্গে এই অর্জিত মেধাকে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখুক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close