reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৮

চবিতে পর্যবেক্ষণ টাওয়ার উদ্বোধন

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশ^বিদ্যালয় প্রশাসনকে সার্বক্ষণিক আইনি সহায়তা নিশ্চিতকরণ কল্পে ১ নম্বর গেট জিরো পয়েন্টে স্থাপন করা হয়েছে শক্তিশালী ‘পর্যবেক্ষণ টাওয়ার’। ২৫ অক্টোবর বৃহস্পতিবার এ ‘পর্যবেক্ষণ টাওয়ার’ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও সহকারী প্রক্টর, প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন, নিরাপত্তা প্রধান বজল হক, অফিস প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য তার বক্তব্যে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সর্বোচ্চ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ^বিদ্যালয়। অবস্থানগত কারণে বিভিন্ন অপ্রীতিকর কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকল্পে জরুরি আইনি সহায়তাপ্রাপ্তির ক্ষেত্রে বিশ^বিদ্যালয় প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে বেগ পেতে হয়। মাননীয় উপাচার্য আত্মপ্রত্যয়ী হয়ে বলেন, শিক্ষা-গবেষণা এবং প্রশাসনিক কর্মকান্ডে যাতে কোনোরূপ বাধাবিঘœ সৃষ্টি না হয় এবং কেউ যাতে নেতিবাচক কর্মকান্ড পরিচালিত করতে না পারে সে জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপসহ আইনগত ব্যবস্থা গ্রহণে এ পর্যবেক্ষণ টাওয়ার বিশেষ কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে দেশ-জাতির

শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ

মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close