reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০১৮

ডিআইইউতে মানসিক স্বাস্থ্য দিবসে বক্তারা

‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণসমাজ’

মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণসমাজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সোমবার ডিরেক্টর অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহজাবিন হক। বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, হিউম্যান রিসোর্স ডেভলপমেন্টের পরিচালক হুমায়ূন কবির, সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের মনোচিকিৎসক বিলকিস খানম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মাহজাবিন হক বলেন, শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো মানুষের মনও অসুস্থ হয়। এ জন্য চিকিৎসা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করলেও মানসিক অসুস্থতার জন্য আমরা চিকিৎসা গ্রহণ করতে চাই না। এটা মোটেও উচিত নয় বলে জানান মেহজাবিন হক।

তিনি বলেন, মানসিক সুস্থতার জন্য আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। কারণ মন সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকতে পারে না। তবে ইদানীং মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে উল্লেখ করে মনোবিজ্ঞানের এই শিক্ষক বলেন, সচেতনতা আরো বাড়ানো উচিত এবং এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা উচিত। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ সময় মাহজাবিন হক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে এ রকম একটি সেমিনারের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close