reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০১৮

পুলিশ কমপ্লেক্স নির্মাণে চবি উপাচার্যের আর্থিক অনুদান প্রদান

চট্টগ্রাম আগ্রাবাদ ছোটপুলস্থ পুলিশ কমপ্লেক্স নির্মাণে সহায়তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। ২২ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপাচার্য দফতরের সভাকক্ষে চট্টগ্রাম বিভাগের ডিআইজি খোন্দকার গোলাম ফারুককে এ চেক হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র ও মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন উপস্থিত ছিলেন। উপাচার্য অতিথিদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। বিশেষকরে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে তাদেরকে অবহিত করেন। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অভূতপূর্ব উন্নয়নের ফলে দেশ যেভাবে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে চলেছে ইতোমধ্যে তা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। এটি সম্ভব হয়েছে দেশের সাধারণ জনগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একনিষ্ঠ আন্তরিকতা ও নিজ নিজ দায়িত্ব পালনে একাগ্রতার ফলে। দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষা এবং বিরাজমান শান্তি-শৃঙ্খলা অক্ষুণœ রাখতে সার্বিকভাবে সরকারকে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। ডিআইজি উক্ত পুলিশ কমপ্লেক্স নির্মাণের জন্য উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা হিসেবে ১ লাখ টাকার চেক প্রদান করায় উপাচার্য মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, পুলিশ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উপাচার্য ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তার ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close