reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৮

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ট্রেজারার এ এস মাহমুদ

ইস্টার্ন ইউনিভাসির্টির ট্রেজারার হিসেবে রাষ্ট্রপতি ও ইস্টার্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর গত মঙ্গলবার চার বছরের জন্য এ এস মাহমুদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (উন্নয়ন), শিক্ষা মন্ত্রণালয়কে নিযোগ প্রদান করেছেন। ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার এ এস মাহমুদকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা মন্ত্রণালয়ে ৭ বছরসহ তার প্রায় ৩৪ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। মাহমুদ শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (ডেপুটি সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের আগে তিনি বিভিন্ন ক্যাডেট কলেজে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close