reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৮

মালয়েশিয়ার অতিথির সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুল কিফলি আহমদের পুত্রবধূ মালয়েশিয়ার মাহাদ তাহফিজ লিল আইতামের প্রিন্সিপ্যাল সুসি নূরানি বিনতি রাজিকিন ও তার মেয়ে আমিরা বিনতি ইব্রাহিম চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে ১৬ অক্টোবর মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিথিরা সম্প্রতি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

উপাচার্য সম্মানিত অতিথিকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অনিন্দ্য সুন্দর ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিকে এ বিশ^বিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। অতিথি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষা-গবেষণার উন্নত পরিবেশ সম্পর্কে জেনে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য অতিথিবৃন্দকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতীম এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের যেকোনো ক্রান্তিকালে মালয়েশিয়ার সরকার ও জনগণ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত অব্যাহত রেখেছে। এটি অত্যন্ত প্রশংসার দাবিদার। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ^বাসীর কাছে মানবতার জননী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। এ রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতিসংঘসহ বিশ^বাসীর সহযোগিতা চেয়ে আসছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও তাদের প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং এটির একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে সকলে ঐক্যমত পোষণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close