reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৮

ঢাবির উন্নয়ন লক্ষ্যে অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের উন্নয়নের লক্ষ্যে মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক পারভীন হক ও তার পরিবারের সদস্যরা ১০ লাখ টাকা প্রদান করেছেন। অধ্যাপক পারভীন হক ১৬ অক্টোবর মঙ্গলবার এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপারসন মেহ্জাবীন হকের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অনারারি অধ্যাপক শামীম এফ করিম, অধ্যাপক ড. শাহীন ইসলাম ও সহকারী অধ্যাপক নাফিজা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুদানের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের উন্নয়নে এই অনুদান অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close