reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

চবি উপাচার্যকে ১৯৭৩-এর বাংলা অনুবাদের কপি হস্তান্তর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যাক্ট ১৯৭৩-এর ইংরেজি থেকে বাংলা অনুবাদের কপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে তার অফিস কক্ষে ১৬ অক্টোবর মঙ্গলবার হস্তান্তর করেন উক্ত অ্যাক্ট অনুবাদ কমিটির আহবায়ক চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। এ সময় কমিটির সদস্য চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাইনুল হাসান চৌধুরী এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অন্যদ্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। উপাচার্য অত্যন্ত আনন্দ চিত্তে এ অনুবাদের কপি গ্রহণ করেন এবং বিশ^বিদ্যালয়ের আইন-কানুন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি থেকে বাংলা অনুবাদ করায় কমিটির আহবায়কসহ সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ বিশ^বিদ্যালয়ের রক্ষাকবচ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের মর্যাদা সমুন্নত রেখে বিশ^বিদ্যালয় পরিচালনায় একটি অত্যন্ত জ্ঞানগর্ভ দলিল হিসেবে এ অ্যাক্ট উপহার দিয়েছিলেন। বাংলা ভাষায় এ অ্যাক্ট রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশ^বিদ্যালয় আইন জানা একান্ত অপরিহার্য। এটিকে জানতে এবং প্রায়োগিক ক্ষেত্রে সহজতর করতে এ বাংলা অনুবাদ বিশেষ ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘসময় পর কমিটির সদস্যবৃন্দ তাদের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এ দুরূহ কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট কষ্ট স্বীকার করেছেন। এ জন্য তারা প্রশংসার দাবিদার। কমিটির সদস্যরা ভবিষ্যতেও চবি প্রশাসনকে তাদের সর্বোচ্চ মেধা দিয়ে সহযোগিতা করবেন উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close