reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

সুবিধাবঞ্চিতদের মাঝে রাবি নবজাগরণ ফাউন্ডেশনের পোশাক বিতরণ

পূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকার ৬০ জন সুবিধাবঞ্চিত হিন্দু শিশুর মাঝে পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। ১৩ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সম্মেলন কক্ষে তাদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মার্জান আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আজ যাদের মাঝে নতুন জামা বিতরণ করা হচ্ছে, তারা সবাই সুবিধাবঞ্চিত শিশু। পড়াশোনার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দাঁড়ানো সমাজসেবার মতো কাজ। এর মাধ্যমে দেশ এগিয়ে যাবে।’ সংগঠনটির সভাপতি খন্দকার মার্জান আতিক বলেন, ‘সবাই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সরকারের পাশাপাশি সমাজসেবামূলক কাজ করলে দেশে দারিদ্র্যের পরিমাণ হ্রাস পাবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শব্দটি বলতে আর কিছু থাকবে না।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিনুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরসহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close