reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০১৮

ঢাবিতে ইন্টারভেশন স্ট্র্যাটেজিজ অ্যান্ড চ্যালেঞ্জেসবিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রামের আওতায় ‘মেন্টাল হেলথ অব ইয়ং পিপল ইন বাংলাদেশ : ইন্টারভেশন স্ট্র্যাটেজিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক জাতীয় সেমিনার ১৩ অক্টোবর শনিবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. ফারুক আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সালাউদ্দিন কাউসার বিপ্লব ও মাসুদ স্টিল ডিজাইন বাংলাদেশ লিমিেিটডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, আগামী দিনের পৃথিবী হচ্ছে মানসিক স্বাস্থ্যের পৃথিবী, আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বে তরুণরাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাই তাদের বিষয়ে সকলকে মনোযোগী হওয়া দরকার।

উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রামের প্রতিষ্ঠাতা অধ্যাপক তাহমিনা আখতার। এতে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close