reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০১৮

ইউজিসি স্বর্ণপদক অর্জন

চবি উপাচার্যকে সংবর্ধনা জ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী রচিত ‘দলিত ও জাতি-বর্ণ বৈষম্য : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গবেষণামূলক গ্রন্থের জন্য সম্প্রতি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক স্বর্ণপদক অর্জন করায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এ দুজনের এক সংবর্ধনা অনুষ্ঠান ১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নিছার উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, এম এ নুরুন্নবী চৌধুরী, মো. লোকমান আলী, মো. হায়দার আলী, মিসেস জেসমিন আক্তার, মাওলানা এম এ বারী, জনাব সৈয়দ মামুনুল ইসলাম এবং মিসেস রানী দেবী। উপাচার্য তার বক্তব্যে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করায় উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, যেকোনো অর্জন একজন মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমার সব অর্জন এ স্কুলকে ঘিরে। এ স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্র্থী হিসেবে আমি গর্বিত। উপাচার্য ভবিষ্যতেও যাতে তার এ সাফল্য ও অর্জন অক্ষুণœ রাখতে পারেন, এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া কামনা করেন। এ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বিশ^ মানের উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করার লক্ষ্যে যে মিশন ও ভিশন নিয়ে তিনি যে নিরলস পরিশ্রম করছেন এর সফল বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। বক্তারা উপাচার্য ইউজিসি স্বর্ণপদক অর্জন করায় তাকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন এবং বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ প্রতিথযশা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, লেখক-কলামিস্ট সর্বোপরি একজন আদর্শ প্রশাসক হিসেবে দেশ-বিদেশে যে খ্যাতি অর্জন করেছেন, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা কমিটির আহ্বায়ক আব্বাস রশিদের সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা মিসেস লুৎফুন্নেসার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকার শফিউল আলম চৌধুরী, আবদুস সালাম এবং ইকবাল চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close