reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০১৮

আশা ইউনিভার্সিটিতে জঙ্গিবাদবিরোধী বিষয়ক সেমিনার

জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুচিন্তা ফাউন্ডেশন তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১১ অক্টোবর মঙ্গলবার আশা ইউনিভার্সিটি বাংলাদেশে (আশাইউবি) ‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ সেøাগানকে সামনে রেখে এক সেমিনারের আয়োজন করেন।

ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মণ, সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক কানতারা খান, পানিসম্পদবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এ সেমিনারে অংশগ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীরা সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজ সারাবেলার সম্পাদক জব্বার হোসেন। আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের স্থান কখনো ইসলামে নেই। সমাজ থেকে জঙ্গিবাদ দূর করতে হলে রাষ্ট্র তথা সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close