reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৮

খুবিতে শিক্ষা সমাপনী আলোচনা সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৫ ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী অনুষ্ঠান ৫ অক্টোবর শুক্রবার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শেষ হয়।

ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. শরীফ হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

ট্রেজারার তার বক্তব্যে শিক্ষাসমাপনী অনুষ্ঠানকে স্মৃতিময় দিন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এ জীবনের স্মৃতি ও শিক্ষা আজীবন পথ চলার সাথি হয়ে থাকবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই পারে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে। আমরা চাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মকা-ে খুলনাবাসী তথা বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা করুক, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হোক।’

তিনি শিক্ষাসমাপনীর মাধ্যমে তাদের জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদায়ী শিক্ষার্থী আরমান ইসলাম এবং আয়োজক কমিটির পক্ষ থেকে মো. আলী রাজ ও শাহ আসাদুজ্জামান। শিক্ষাসমাপনীর তৃতীয় দিন ৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠান সমাপনীর দিন বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close