reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০১৮

গুণী ব্যক্তিকে সম্মান করলে নিজেরা সম্মানিত হয় : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠকালীন সভাপতি বর্তমান সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফাকে ওই বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠান ওই বিভাগের হলরুমে অনুষ্ঠিত হয়। ২৬ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং সংবর্ধিত অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। উপাচার্য তার বক্তব্যে একজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সংবর্ধিত শিক্ষককে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, গুণী ব্যক্তিকে সম্মান করলে নিজেরা সম্মানিত হয়। প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা এ বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে এ বিভাগকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ মেধাবী শিক্ষকের কৃতিত্বপূর্ণ ও যুগোপযোগী কর্মপরিকল্পনার ফলে এ বিভাগ আজ স্বমহিমায় মহিমান্বিত। এটি এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে এ বিভাগের তরুণ-মেধাবী শিক্ষক-গবেষক ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ প্রজ্বালন ঘটিয়ে বিশ্বের নতুন নতুন আবিষ্কারের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের জ্ঞানভা-ারকে সমৃদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। উপাচার্য এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদেরকে জ্ঞান সৃজনের মাধ্যমে নিজেদের দক্ষতার প্রতিফলন ঘটিয়ে দেশ-জাতির কল্যাণে নিবেদিতপ্রাণে কাজ করার আহ্বান জানান। উপাচার্য সম্মাননাপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। পরে উপাচার্য সংবর্ধিত অতিথিকে ওই বিভাগের পক্ষে সম্মাননা ক্রেস্ট দেন। চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এ এইচ এম সাজেদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক ড. আশরাফউজ্জামান, ড. রাশেদ মোস্তফা, নিহাদ করিম চৌধুরী ও সহকারী অধ্যাপক সীমা চক্রবর্তী। সম্মাননা অনুষ্ঠানে ওই বিভাগের সম্মানিত শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close