reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০১৮

ঢাবি জীববিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ৭৩ জন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ ছাড়া টিচার্স রিসার্স অ্যাওয়ার্ড পেয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর, অ্যান্ড বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং গৌতম কুমার কুন্ডু। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিভাগীয় চেয়ারম্যানরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। অ্যান্ড বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কানিজ ফাতেমা অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষক শিক্ষার্থীরা পারস্পরিক অভিজ্ঞতা ও শিক্ষণের মাধ্যমে জ্ঞানের সম্প্রসারণ ঘটে। সিনিয়রদের সম্মান করা এই বিশ্ববিদ্যালয়ের চর্চা। ‘কোয়ালিটি এডুকেশন’ প্রসঙ্গে উপাচার্য বলেন, কোয়ালিটি এডুকেশন মানে হলো উদার নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা। এর মানে হলো কোনটা মানবতার জন্য গ্রহণযোগ্য ও কোনটা পরিত্যাজ্য তা বুঝতে পারা। এই উপলব্ধি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close