reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৮

ঢাবি অর্থনৈতিক গবেষণা ব্যুরোর ‘কনফারেন্স রুম’ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনৈতিক গবেষণা ব্যুরোর ‘কনফারেন্স রুম’-এর উদ্বোধনী অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে কলা অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ‘কনফারেন্স রুম’-এর উদ্বোধন করেন। অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. নাজমা বেগম ও সাবেক পরিচালক অধ্যাপক ড. শফিক-উজ জামান। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কনফারেন্স কক্ষের আধুনিকায়ন করে সুসজ্জিত করার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এতে সুন্দর ও সুসজ্জিত পরিবেশে গবেষণার কাজে গবেষকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে উপাচার্য অতিথিদের সঙ্গে নিয়ে কনফারেন্স রুমের পাশেই সুসজ্জিত লাইব্রেরি ঘুরে দেখেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close