reporterঅনলাইন ডেস্ক
  ০১ অক্টোবর, ২০১৮

চবি ভিসিকে শিক্ষক সমিতির সম্মাননা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গবেষণামূলক প্রবন্ধের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক অর্জন করায় ১৭ সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন। যুগ্ম সম্পাদক মনজুরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল। ভিসি ছাড়া সংবর্ধিত অন্য শিক্ষকরা হলেন আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন ও প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন এবং প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ নোমান। তাদের মধ্যে গবেষণামূলক গ্রন্থ ‘দলিত ও জাতি-বর্ণ-বৈষম্য : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’-এর জন্য স্বর্ণপদক পেয়েছেন ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ইউজিসি স্বর্ণপদক অর্জন তার নিজের একার নয়। এ সম্মান ও গৌরব বিশ্ববিদ্যালয় পরিবারের সবার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close