reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে ইউজিসি টিম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কয়েকটি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি টিম বিশ^বিদ্যালয় পরিদর্শন করেছে। ১৯ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত তিন দিনব্যাপী এ আনুষ্ঠানিক পরিদর্শনের এবং বিভিন্ন সভার সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি। পরিদর্শন টিমের অন্য সদস্যরা হলেন-ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক খন্দকার হামিদুর রহমান, পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. রেজাউল করিম হাওলাদার, পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম এবং পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক রবিউল ইসলাম। বিশ^বিদ্যালয় পরিদর্শনকালে সার্বক্ষণিক উপস্থিত থেকে টিমকে সার্বিক সহযোগিতা করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনদিনের আনুষ্ঠানিক পরিদর্শনে তারা প্রস্তাবিত বিভাগ-সংক্রান্ত বিষয়াদি, বিশ^বিদ্যালয়ের জনবল, পেনশন ও আনুতোষিক, ড. ওয়াজেদ রির্সাচ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের এমফিল-পিএইচ-ডি প্রোগ্রাম সম্পর্কিত বিষয়সহ বিশ^বিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এতে বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার, বেরাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close