reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

ম্যাগনাকার্টা ইউনিভার্সিটামের ৩০তম অধিবেশনে ডিআইইউ

ম্যাগনাকার্টা ইউনিভার্সিটামের ৩০তম অধিবেশনে বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেটিজিয়ার উপস্থিতিতে বিশ্বের মর্যাদাপূর্ণ ম্যাগনাকার্টা ইউনিভার্সিটামে স্বাক্ষর করেছে এ বিশ্ববিদ্যালয়টি। ‘পৃথিবীর পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের অবদান’ প্রতিপাদ্যকে উপজীব্য করে ১৭-১৮ সেপ্টেম্বর স্পেনের সালানাংকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিভার্সিটি অব সালামাংকার ৮০০ বছরপূর্তি উদযাপন করা হয়। মর্যাদাপূর্ণ এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্মেলনে ম্যাগনাকার্টা ইউনিভার্সিটামে যোগ দেওয়া নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাগত জানান ইউনিভার্সিটি অব বলোগনার রেক্টর অধ্যাপক উবারতিনি। এ ছাড়া সম্মেলনে আরো বক্তব্য দেন ইউনিভার্সিটি অব সালামাংকার রেক্টর ড. রিকার্ডো রিভেরো অর্তেগা এবং ম্যাগনাকার্টা সম্মেলন উদযাপনের সভাপতি সিজবোল্ট নর্দা। সম্মেলনে বিভিন্ন দেশে থেকে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ে অতিথিরা বিভিন্ন সেশনে অংশ নেন এবং সম্মেলন শেষে সালামাংকার মেয়র আলফনসো ফার্নান্দেজ ম্যানুয়েকোর দেওয়া এক সবংর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close