reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

চুয়েটে স্নাতকে ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চারটি অনুষদের ১০টি বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং একই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২৪ সেপ্টেম্বর। আবেদন করার শেষ সময় ৭ অক্টোবর বিকাল ৪ টা ৩০মিনিট পর্যন্ত। ০১৭৫৯১২৩১৪৮ ও ০১৭৫৯১২৩১০৩ নম্বরে বিস্তারিত তথ্য জানা যাবে। এ বছর আগের ৭০০ আসনের সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি অর্থাৎ ১৩০টি আসন বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার ১১টি উপজাতি কোটাসহ সর্বমোট ৮৪১ আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোলসহ নামের তালিকা প্রকাশ করা হবে ১৮ অক্টোবর। শুধুমাত্র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং ফি ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। গ্রুপ-ক/ কঅ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এর জন্য ৯০০/- (সার্ভিস চার্জ বাদে) টাকা এবং গ্রুপ-খ/ কঐঅ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) এর জন্য ১ হাজার টাকা (সার্ভিস চার্জ বাদে)।

http://www.cuet.ac.bd/admission হতে ভর্তি নির্দেশিকা ডাউনলোড করা যাবে। ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট : http://web.cuet.ac.bd/admission2018 অথবা http://www.cuet.ac.bd/admission মারফত জানানো হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close