reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

খুবিতে সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণী

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত সাংস্কৃতিক সপ্তাহ-২০১৮-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, প্রাচীনকাল থেকে কৃষির সঙ্গে কৃষ্টি এবং কৃষ্টির সঙ্গে সভ্যতার সম্পর্ক ছিল। যেখানেই সভ্যতা গড়ে উঠেছিল তার আগে সেখানে কৃষির সূচনা হয়েছিল। তাই কৃষির সঙ্গে সভ্যতা, কৃষ্টি তথা সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। পৃথিবীর অগ্রগতির পিছনেও মূলত কৃষিই প্রধান ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে বলা যায়, সভ্যতার জন্ম হয়েছে কৃষি থেকে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে অনেক বছর ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করেন এবং এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সব ডিসিপ্লিনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। আগামীতে বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ কে ফজলুল হক ও প্রফেসর খান গোলাম কুদ্দুস। শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close