reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামকে ঢাবি সংগীত বিভাগের সংবর্ধনা

জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অনারারি অধ্যাপক ড. রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগীত বিভাগের চেয়ারপারসন টুম্পা সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর মানপত্র পাঠ করেন ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী)। অধ্যাপক ড. রফিকুল ইসলামের হাতে মানপত্র তুলে দেন উপাচার্র্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ নাসরীন ইলা। সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানানো এবং বক্তব্যের বিরতিতে সংগীত বিভাগের শিক্ষার্থীদের সংগীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সংবর্ধিত জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, অনেক ধরনের সংবর্ধনা ও সম্মাননা পেয়ে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এই সম্মাননা বিশেষ মূল্যবান। স্মৃতিচারণা করে তিনি বলেন, দেশ বিভাগের আগে সাংস্কৃতিক কর্মকা- হতো কার্জন হলে। স্বাধীনতা-পূর্ববর্তী ঢাকায় প্রধান সাংস্কৃতিক কর্মকা-ও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত হওয়ায় এই শিক্ষাবিদকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন অধ্যাপকের বিভিন্ন গুণ থাকলেই তাকে জাতীয় অধ্যাপকের মর্যাদা দেওয়া হয়। অধ্যাপক ড. রফিকুল ইসলাম যে শুধু বিভিন্ন গুণে গুণান্বিত তা নয়, ভাষা আন্দোলনসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার রয়েছে অনবদ্য অবদান। ভাষা আন্দোলনের অসংখ্য দুর্লভ ছবি তুলেছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিশিষ্ট এই নজরুল গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে আনা এবং বঙ্গবন্ধু কর্তৃক তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শুধু তা-ই নয়, জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার নেপথ্যেও রয়েছে তার অবদান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close