reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ইউনিভার্সেল মেডিকেল কলেজে ‘সাংস্কৃতিক ও ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) লেকচার গ্যালারী ১ এতে ‘সাংস্কৃতিক-ক্রীড়া সপ্তাহ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিল শিক্ষাবৃত্তি-২০১৮ ১৬ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মেডিকেল কলেজ এর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাসহ সাতজন মেধাবী শিক্ষার্র্থীকে পুরস্কার বিতরণ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কল্যাণ তহবিল থেকে পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ড. সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে দক্ষ মানবস¤পদ হিসেবে তৈরি করতে হবে। আর এ জন্য সংস্কৃতি ও ক্রীড়ার কোনো বিকল্প নেই।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক এম. ইকবাল আর্সলান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফাতেমা পারভীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ফজলুল করিম ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. আবু নাসের জামিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারজানা হোসেন হ্যানী ও নুরুস সাফা মাহ্দী। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচজন মেধাবী সন্তানকে এককালীন ২০ হাজার টাকার বৃত্তি, মেডেল, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করার পাশাপাশি মেডিকেল কলেজের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতসহ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কারস্বরূপ সনদপত্র ও মেডেল প্রদান করা হয়। পুরস্কার ও বৃত্তি প্রদান শেষে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close