reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৮

এইউবিতে জাতীয় দুই অধ্যাপককে সংবর্ধনা

সরকার কর্তৃক জাতীয় অধ্যাপকের সম্মানে ভূষিত হওয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে ইমিরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও ভিসি অধ্যাপক ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই ইউনিভার্সিটিতে আমি পূর্বে আসিনি। এখানে এসে এই ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমি এশিয়ান ইউনিভার্সিটিকে আপন মনে করি। এই ইউনিভার্সিটি আমাদের জাতীয় চেতনাকে ধারণ ও লালন করে। বিশ্ববিদ্যালয়ের ভিসি তার সভাপতির বক্তব্যে বলেন, আমরা দুই ধরনের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি। প্রথমত, যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না এবং অধিক খরচের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুযোগ লাভে ব্যর্থ হচ্ছে, তাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার দ্বার উন্মুক্ত রেখেছে। দ্বিতীয়ত, ব্যবসায়িক সফলতার চিন্তা-ভাবনা অগ্রাহ্য করে মানবিক বিষয়গুলো এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্বোধনি বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। বক্তৃতা দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য সালেহা সাদেক ও ট্রেজারার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অধ্যাপকদের জীবনী পাঠ করেন, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম ও বাংলা বিভাগের প্রধান ড. রিটা আশরাফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মুকতাসা দীনা চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন অনুষদ ও বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close