reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

জাপান দূতাবাসের প্রতিনিধিদলের চুয়েট পরিদর্শন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিয়োজিত জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মাই তোমোরি এবং চট্টগ্রামের অনারারি কনসুলেট জেনারেল মুহম্মদ নুরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ১২ সেপ্টেম্বর বুধবার ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক ও সেন্টার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ সময় অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া বলেন, চুয়েটের প্রকৌশলীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে তাদের মেধা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। সারা দেশে আমাদের অসংখ্য অ্যালামনাই প্রকৌশলী রয়েছেন। জাপান আমাদের বন্ধুপ্রতিম দেশ। উচ্চশিক্ষা-গবেষণার নিমিত্তে চুয়েটের অনেক শিক্ষক ও ছাত্রছাত্রী জাপান গমন করছেন। আমরা চাই জাপানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে যৌথভাবে কাজ করতে।

মতবিনিময়কালে জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (জনসংযোগ) মাই তোমোারি বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের সঙ্গে আমরা আরো নিবিড় সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে চাই। সে ক্ষেত্রে যৌথভাবে শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close