reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০১৮

মাভাবিপ্রবিতে ‘হেলথ সার্ভে ডাটা’ শীর্ষক কর্মশালা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় ৮ সেপ্টেম্বর শনিবার ওই বিভাগ মিলনায়তনে ‘আন্ডারস্ট্যাটমেন্ট অ্যান্ড ডেমোগ্রাফিক অ্যানালাইসিস অব বিডিএইচএস ডাটা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. এরশাদুল হক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার জাহান মলয়। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক গৌরাঙ্গ কুমার পাল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. বিনইয়ামিন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close